Blog Single

18 Aug

খুঁজতে থাকা ঘুম

দেখতে দেখতে কিভাবে জানি ২ বছর পার হয়ে গেলো। কিন্তু এখনো সবই যেন সেই আগের মতো স্বাভাবিক হতে পারছে না। সব চেষ্টাই একে একে বৃথা। আর সবার প্রথমেই যে আমার ঘুম।

ঘুম আনার অনেক অনেক ব্যবস্থাইতো আছে। আর সবই চেষ্টাই করে বেড়াই। একবারতো এই ঘুম আনার চেষ্টা করতে গিয়ে হাসপাতাল থেকেও ঘুরে আসতে হলো। এরপর কয়েকদিন যদিও ঠিক ছিলাম কিন্তু আবার সেই আগের মতোই। যদিও সবাই দেখে আমি ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে আছি কিন্তু কেউতো আর জানেনা আমি ঘুমে নই, সজাগ থেকেই ঘুমে আছি। শুধুই ছটফট করে যাচ্ছি।

আজো ঘুমাইনি। অনেকক্ষণ ছটফট করে শেষে উঠে পরে কম্পিউটার এর সামনে বসে আছি। মনে হয় আগামীকালও ঘুমাবো না। হয়তো এতে আবার হাসপাতালে পৌঁছে যাবো কিন্তু ছটফট করার থেকে সেটাই মনে হয় অনেকগুণ বেশী ভালো।

Related Posts

Leave A Comment